প্রতিষ্ঠানের ইতিহাস

“জলুলী মডেল মাধ্যমিক বিদ্যালয়” প্রতিষ্ঠানটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাধীন ০৯নং যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামে ০১/০১/২০০০ ইংরেজি সালে প্রতিষ্ঠিত হয়ে ১৭ জন শিক্ষক/ কর্মচারীসহ অদ্যবধি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে । বিদ্যাালয়টি ০১/০৫/২০০৪ ইংরেজি সালে নিম্ন মাধ্যমিক স্তরে এমপিও ভুক্তি হয় এবং ০১/০৭/২০২২ সালে মাধ্যমিক স্তরে এমপিও ভুক্তি হয়। বিদ্যালয়টি ০৪ তলা ভবন বিশিষ্ঠ এবং ০৮টি শ্রেণি কক্ষ, ০৩টি অফিস কক্ষ,  ০১ লাইব্রেরী, ২৬টি ওয়াশরুম/বাথরুম ,০১টি শেখ রাসেল ডিজিটালল ল্যাব এবং খেলার মাঠ সহ বর্তমানে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির EIIN NO : 116717