সভাপতির বাণীঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রসংশা আল্লহ তাআলার। বিদ্যার্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরজ। (আলহদিস ) আল হাদিসের আলোকে বলা যায় যে, শিক্ষা মানব জীবনের উন্নায়নের একটি উপায় বা মাধ্যম । এ শিক্ষাই মানুষকে সুশৃঙ্খল করে তোলে । বর্তমানে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর আত্নসত্তাকে বিকাশিত করার দিকে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। তাদের মধ্যে নিজেস্ব তা বোধ জাগ্রত করে একটা নিজেস্ব অবস্থান গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য হওয়া প্রয়োজন।